ময়মনসিংহে আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ব্র্যাকের ওয়াশ রুম উদ্ভোধন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঐতিহ্যবাহী রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের পরিবেশ সুরক্ষায় ব্র্যাক ওয়াশ কর্মসুচীর রুম উদ্ভোধন করা হয়।
বুধবার (৪-জানুয়ারী ২০২৩ ইং) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্ভোধন করেন রাজিবপুর আপ্তাব উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও রাজিবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবদুর রাজ্জাক।
অনুষ্টানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ উমর ফারুক আকন্দ। সার্বিক সহযোগিতায় সহকারি প্রধান শিক্ষক মোঃ হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ঈশ্বরগঞ্জ শাখার ফিল্ড সুপারভাইজার খোকন মিয়া,পিও অর্গানাইজেশন শোখেন বিশ্বাস।
উল্লেখ্য যে ময়মনসিংহ ব্র্যাকের এরিয়া সুপারভাইজার কামরুজ্জামান তিনি এ প্রকল্পের দায়িত্বে ছিলেন।এছাড়াও স্বাধীনতা শিক্ষক পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সম্মানিত সদস্য, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও শহীদ পরিবারের সুযোগ্য সন্তান মোঃ হলাল উদ্দিন ভুইয়া ছাত্র-ছাত্রীদের সুবিদার লক্ষে স্বাস্থ্য সুরক্ষায় এ প্রকল্পের বরাদ্ধ দেওয়ার জন্য ময়মনসিংহ ব্র্যাকের কর্মকর্তাকে জোর সুপারিশ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে কমিটির অভিভাবক সদস্য মোঃ রিপন মিয়া,মোঃ আতিকুর রহমান বুলবুল, মোঃদেলোয়ার হোসেন,মোঃ আসাদুজ্জামান (লিটন আমীন) ,শিক্ষক প্রতিনিধি মোঃ রফিকুল ইসলাম, মোঃ অলি উল্লাহ(চন্চল), মহিলা সদস্য গন সহ বিদ্যালয়ের শিক্ষক- শিক্ষিকা,ছাত্র- ছাত্রী এমনকি মোঃ এমদাদুল হক সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।উপস্থিত লোকজন প্রতিষ্টানের সফলতা কামনা করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন