ময়মনসিংহে ইসলামী আন্দোলনের বিশাল সমাবেশ

৫ দফা দাবীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলা উত্তর- দক্ষিন,মহানগর আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ময়মনসিংহ শহরের চকবাজার বড় মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল মোড়ে পৌঁছে সংক্ষিপ্ত সমাবেশে ও দোয়া করে শেষ হয়।
অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন এর কেন্দ্রীয় কমিটির পরিবেশ বিষয়ক সম্পাদক ও ময়মনসিংহ সদর -৪ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডাক্তার নাসির উদ্দীন।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের ময়মনসিংহ উত্তর জেলা শাখার সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা মুহাম্মদ হাদিয়ুল ইসলাম, ইসলামী আন্দোলনের ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি হযরত মাওলানা মুহাম্মদ মামুনুর রশীদ সিদ্দিকী।
ইসলামী আন্দোলন ময়মনসিংহ উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক ও ঈশ্বরগঞ্জ আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী হযরত মাওলানা মুফতি মুহাম্মদ হাবিবুল্লাহ ও ইসলামী আন্দোলন এর বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী সমর্থকসহ বিপুল সংখ্যক মানুষ অনুষ্টানে যোগদেন।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন