ময়মনসিংহে গণমানুষের ভাবনা-সুপারিশমালা নিয়ে মতবিনিময় সভা

বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট (ইঊও) এর আয়োজনে আসপাডা ট্রেনিং একাডেমী কনফারেন্স রুম, দিঘারকান্দা, ময়মনসিংহে কেমন বাংলাদেশ চাই, গণমানুষের ভাবনা ও সুপারিশমালা, মতবিনিময় সভা (১১ ডিসেম্বর) বুধবার সকালে অনুষ্ঠিত হয়।

মত বিনিময় সভায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, দ্বিপক্ষ বিশিষ্ট জাতীয় সরকার, প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার ভারসাম্য, প্রধানমন্ত্রীর মেয়াদ এক নাগারে ২ বারের বেশী হবে না, ব্যালটে না ভোট থাকবে কিনা,নারীরা সরসরি জনগণের ভোটে সাংসদ নির্বাচিত হবে, আনুপাতিক হারে সংসদ নির্বাচন, রাজনৈতিক দলের সংস্কার, প্রশাসনের সংস্কার, পুলিশ বিভাগের সংস্কার সহ বিভিন্ন বিষয়ে ব্যাপক আলোচনা অনুষ্ঠিত হয়।

মূল আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর প্রেসিডেন্ট এম. হুমায়ন কবির (রাষ্ট্রদূত অব:), বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউট এর উপরিচালক চৌধুরী সামিউল হক সহ বিভিন্ন শ্রেণীর ৩২ জন রাজনৈতিক দলের নেতাকর্মী, সুশীল সমাজের ব্যাক্তিবর্গ সহ সাংবাদিকবৃন্দ মত বিনিয়ম সভায় উপস্থিত ছিলেন।