ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) সমাবেশ অনুষ্টিত

ময়মনসিংহের টাউন হল মাঠে এনসিপির সমাবেশ অনুষ্ঠিত হয়। (২৮ জুলাই) সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সকাল থেকেই সমাবেশ স্থল ও আশপাশ এলাকা আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেন।সূত্র জানায় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।

সমাবেশ চলাকালীন সময়ে ঘুরি ঘুরি বৃষ্টি হতে ছিল।শুরুতে সাধারণ মানুষের উপস্থিতি একটু কম হলেও শেষের দিকে বৃষ্টিকে উপেক্ষা করে বিপুল সংখ্যক মানুষ সমাবেশস্থলে ও আশেপাশে দাঁড়িয়ে বক্তব্য শুনেন।

ময়মনসিংহে জুলাই পদযাত্রা ও সমাবেশ উপলক্ষে ময়মনসিংহে আগমনের পর ময়মনসিংহ প্রবেশ করে শুরুতেই বীর শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন। জুলাই বিপ্লবের এক দফার ঘোষক এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম।

এসময় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, সার্জিস আলম,হাসনাত আব্দুল্লাহ,ডাঃ তাসনিম জারা,নাসিরুদ্দীন পাটোয়ারী,সামান্তা শারমিন সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্যরা তার সাথে ছিলেন।

উল্লেখ্য যে অনুষ্ঠিত সমাবেশকে সফল করার জন্য এনসিপি স্থানীয় নেতৃবৃন্দ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ গত কয়েকদিন নিরলসভাবে কাজ করেন।