ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টি ‘এনসিপির’ সমন্বয় সভা

ময়মনসিংহে টাউন হলের এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভা অনুষ্টিত হয়। মঙ্গলবার অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির মূখ্য সংগঠক সারজিস আলম।

এসময় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং কালে
সম্মেলন করার লক্ষে বিস্তারিত দিক নির্দেশনা দেন।
সারজিস আলম সাংবাদিকের প্রশ্নের উত্তরে বলেন কোন রাজনৈতিক দলের সাথে ঐক্য করলেও এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে যাবে।

মঙ্গলবার সন্ধ্যায় ময়মনসিংহ নগরীর তারেক স্মৃতি অডিটোরিয়ামে জেলা জাতীয় নাগরিক পার্টির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এনসিপির মুখ্য সমন্বয়ক সারজিস আলম এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহের কৃতি সন্তান আশেকীন আলম রাজন। অন্যান্যদের মাঝে জেলা জাতীয় নাগরিক পার্টির সদস্য অ্যাডভোকেট এটিএম মাহবুব আলম, সদস্য ইকরাম এলাহী খান সাজ, জসীম উদ্দিন, মোজাম্মেল হক, মাহমুদুল হাসান সোহেল, ডাক্তার একেএম সিদ্দিকুর রহমান, মোকারম আদনান, ফুয়াদ খান, জিকে ওমর প্রমূখ উপস্থিত ছিলেন।