ময়মনসিংহে জাতীয় সমাজ সেবা দিবস উদযাপন
জাতীয় সমাজ সেবা দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয় কর্তৃক আয়োজিত “নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার”এই শ্লোগান ধারণ করে “কল্যান রাস্ট্র বিষয়ে মুক্ত আড্ডা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(২ জাুনুয়ারী) বৃহস্পতিবার টাউন হল প্রাঙ্গণে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে বেলা ১১ টায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম। সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ জেলা সমাজ সেবা বিভাগের উপ পরিচালক রাজু আহমেদ। বক্তারা বলেন সুশাসন ছাড়া কল্যাণকর দেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন