ময়মনসিংহে দুপুরের খাবারের পর হাত ধুতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠে প্রাণ গেল ইটভাটা শ্রমিকের

ময়মনসিংহের গৌরীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে নয়ন মিয়া (২৫) নামে এক শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার দুুপুরে উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের ‘এসএইচবি ব্রিকস’ নামীয় ইটভাটায় এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার বোকাইনগর ইউনিয়নের বেতান্দর গ্রামের ভাদেরাপাড়ার মৃত হেকমত আলীর ছেলে।

জানা গেছে, উপজেলার বোকাইনগর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামের ‘এসএইচবি ব্রিকস’ ইটভাটায় শ্রমিকের কাজ করতেন নয়ন মিয়া। বুধবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে ইটভাটায় কাজ করতে আসেন। দুপুরের কাজের বিরতির পর ইটভাটায় বসে অন্যান্য শ্রমিকদের সাথে দুপুরের খাবার খান নয়ন। খাবার খাওয়ার পর হাত ধুতে গিয়ে ইটভাটার বৈদ্যুতিক মোটরের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। দ্রুত তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা মোস্তফা কামাল বলেন, নয়ন একজন হতদরিদ্র মানুষ। সংসারে তার স্ত্রীসহ স্কুলপড়ুয়া এক ছেলে ও এক মেয়ে রয়েছে। নয়নের আয়েই চলতো সংসার ও সন্তানদের পড়াশোনার খরচ। বিদ্যুৎস্পৃষ্টে নয়নের মৃত্যুতে পরিবারটির ভবিষ্যত অনিশ্চয়তার মধ্যে পড়েছে।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে ইটভাটা শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। এই ঘটনায় কেউ অভিযোগ করে নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।