ময়মনসিংহে পুলিশের অভিযানে আসামী গ্রেফতার
ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সফিকুল ইসলাম খানের নির্দেশনায় থানা পুলিশের অভিযানে রবিবার (২২ ডিসেম্বর) ১৪ জনকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানাধীন গন্দ্রপা এলাকা হইতে অধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পক্ষদ্বয়ের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
উভয় পক্ষ থানা এজাহার দায়ের করলে নিয়মিত মামলা রুজু করা হয়।মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাইফুল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ গন্দ্রপা এলাকায় অভিযান পরিচালনা করে দেলুয়ার হোসেন দিলীপ (৩৯), পিতা- মৃত নুর মোহাম্মদ, মাতা-জুলেখা খাতুন, আল আমিন (৩৩), পিতা- মৃত এলাহি, মাতা- সুফিয়া খাতুন, জোবাইল ওরফে জুবাইয়ের (২৩), পিতা- আব্দুল সাত্তার, মাতা- মর্জিনা বেগম, মনসুর আলী (৩৫), পিতা- আজগর আলী, মাতা- রোকেয়া বেগম,সাং-গন্দ্রপা বড়বাড়ী।
থানা-কোতোয়ালী।তদন্তে গ্রেফতারকৃত আসামী মোঃ ফাহিম (২০), পিতা- নূর হোসেন, মাতা- নার্গিস আক্তার,মোঃ সুজন মিয়া (২৫), পিতা- মোঃ নয়ন আলী, মাতা- মোমেনা খাতুন,নূর ইসলাম (৫২), পিতা- মৃত শহর আলী, মাতা- মৃত সমলা খাতুন, মোঃ শফিকুল ইসলাম (৩৪), পিতা- মোঃ নবী হোসেন, মাতা- মোছাঃ রোকেয়া বেগম, সর্বসাং-গন্দ্রপা বড়বাড়ী, থানা কোতোয়ালী, মোঃ আকরাম হোসেন (৩৫),
পিতা- মোঃ নূরুল ইসলাম, মাতা- সালমা বেগম।
মোঃ সাদ্দাম হোসেন (৩৩), পিতা- গিয়াস উদ্দিন, মাতা-ফাতেমা খাতুন,বরকত(২৮), পিতা- আব্দুল মালেক, মাতা- মোছাঃ রোকনা খাতুন, মোঃ ইয়াছিন আলী স্বপন (৩৮), পিতা-মৃত রজব আলী, মাতা- আছিয়া খাতুন, মোঃ হিমন মিয়া (২৩), পিতা- মোঃ সিরাজুল ইসলাম, মাতা- হাফিজা খাতুন, এমদাদুল (২৫), পিতা- হাতেম আলী, মাতা-আছিয়া খাতুন, সর্ব সাং-গন্দ্রপা মালবাড়ী,থানা- কোতোয়ালী, মোঃ এনামুল হক (১৯),পিতা-হাতেম আলী, মাতা-আছিয়া খাতুন, সর্ব সাং-গন্দ্রপা মালবাড়ী থেকে গ্রেফতার করেছে। আসামীদেরকে আদালতে প্রেরন করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন