ময়মনসিংহে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যের গাড়ি বহরে হামলা-ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/01/Mymensingh-Gouripur-Pic-12-01-2025-01-Eqbal-BNp-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের গাড়ি বহরে হামলা-ভাংচুরের ঘটনায় ময়মনসিংহের গৌরীপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১২ জানুয়ারি) উপজেলার সিধলা ইউনিয়নের টেঙ্গুরিপাড়া গ্রামবাসীর উদ্যোগে এই সংবাদ সম্মেলন করে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন টেঙ্গুরিপাড়াবাসীর পক্ষে আনন্দ মোহন সরকারি কলেজের স্নাতক (সম্মান) দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী রিয়াদ হাসান।
তিনি বলেন, গত ৬ জানুয়ারি টেঙ্গুরিপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইনের গাড়ি বহরে হামলা-ভাংচুরের ঘটনা ঘটে। এ সময় একটি প্রাইভেটকার, ৭/৮টি মোটর সাইকেল ভাংচুর ও সংঘর্ষে ১০-১৫জন আহত হন। এ ঘটনায় টেঙ্গুরিপাড়াবাসীকে দায়ী করা হয়েছে। এ ঘটনার সঙ্গে এ গ্রামের শুধুমাত্র ৩জন জড়িত।
এ হামলা-ভাংচুরের সঙ্গে এই গ্রামের আর কেহ জড়িত হন। বক্তব্য রাখেন সিধলা ইউনিয়ন পরিষদের মেম্বার মো. দুদু মিয়া, সাবেক ইউপি সদস্য মো. কাজিম উদ্দিন, টেঙ্গুরিপাড়া গ্রামের বাসিন্দা সোহান মিয়া, নিজাম উদ্দিন মন্ডল, মো. দেলোয়ার হোসেন দাদুল। এ সময় উপস্থিত ছিলেন টেঙ্গুরিপাড়া গ্রামের বাসিন্দা মো. জালাল উদ্দিন মন্ডল, মো. মজিবুর মিয়া, মো. নুরু মিয়া, মো. নজরুল ইসলাম তালুকদার, আবুল কাশেম মন্ডল, আরশাদুল হক, মো. মিজান মন্ডল, মো. আহের উদ্দিন প্রমুখ।
এই ঘটনার বিষয়ে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মিজা মাযহারুল আনোয়ার বলেন, মামলা হয়েছে, তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন