ময়মনসিংহে বিএনপির মনোনিত প্রার্থী হলেন যারা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আসছে জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ জেলায় ধানের শীষের প্রার্থীদেরকে মনোনিত করেন।সোমবার তাদের নামের তালিকা প্রকাশ করা হলো।
ময়মনসিংহ ১-হালুয়াঘাট- ধোবাউরা আসনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স, ময়মনসিংহ ২-ফুলপুর- তারাকান্দা আসনে মোতাহার হোসেন তালুকদার, ময়মনসিংহ ৩-গৌরিপুর আসনে ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেন, ময়মনসিংহ ৪-সদর আসনে স্থগিত রাখা হলো।
ময়মনসিংহ ৫-মুক্তাগাছা আসনে জাকির হোসেন বাবলু, ময়মনসিংহ ৬-ফুলবাড়ীয় আসনে আখতার উল আলম ফারুক, ময়মনসিংহ ৭-ত্রিশাল ডা.মাহবুবুর রহমান লিটন, ময়মনসিংহ ৮-ঈশ্বরগঞ্জ আসনে ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু, ময়মনসিংহ ৯-নান্দাইলে ইয়াসের খান চৌধুরী, ময়মনসিংহ ১০-গফরগাও আসনের প্রার্থী স্থগিত, ময়মনসিংহ ১১-ভালুকা আসনে ফখর উদ্দিন আহমেদ বাচ্চু কে বিএনপির প্রার্থী হিসেবে মনোনিত করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















