ময়মনসিংহে মাদক কারবারি আটক

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা এলাকায় অভিযান চালিয়ে ৮২ গ্রাম হেরোইনসহ ১জন মাদক কারবারিকে গ্রেফতার করে র্যাব-১৪।
(৭ নভেম্বর) বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় র্যাব-১৪,এর একটি আভিযানিক দল ময়মনসিংহের কোতোয়ালী থানাধীন জেল রোডস্থ টাঙ্গাইল বাসস্ট্যান্ডের আনুমানিক ৫০ পশ্চিমে পাকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনাকালে একজন মহিলাকে সন্দেহ হলে আটক করে মহিলা র্যাব সদস্য দ্বারা তল্লাশি করা হয়।
এ সময় মাদক ব্যবসায়ী রোজিনা আক্তার ওরফে নাসিমা (৫৫), স্বামী-মৃত হানিফ শেখ, সাং-কুশাবেনু, থানা-কালিহাতী, জেলা-টাঙ্গাইলকে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে আটককৃত মাদক ব্যবসায়ী রোজিনা আক্তার ওরফে নাসিমা (৫৫) এক পর্যায়ে তার সাথে থাকা মাদকদ্রব্য হেরোইনের কথা স্বীকার করে এবং তার ডান হাতে থাকা ছোট পার্স ব্যাগের ভিতর থেকে নিজ হাতে বের করে দেয়।
উপস্থিত সাক্ষীদের সম্মুখে উদ্ধারকৃত ৮২ গ্রাম হেরোইন জব্দতালিকা মূলে জব্দ করা হয়।জানাযায় জব্দকৃত হেরোইন এর আনুমানিক মূল্য ৮ লাখ ২০ বিশ হাজার টাকা। উপস্থিত স্থানীয় লোকদের জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, ধৃত আসামী অপরাপর মাদক ব্যবসায়ীদের সহযোগীতায় দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। উক্ত বিষয়ে আটককৃত ব্যক্তির বিরুদ্ধে ময়মনসিংহ কোতোয়ালী থানায় মামলা দায়ের করে আসামী ও আলামত হস্তান্তর করা হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন




















