ময়মনসিংহে রেল লাইন চালু-বাসাবাড়ীতে গ্যাস সংয়োগের দাবিতে মানববন্ধন
ময়মনসিংহে সকাল ও বিকালে ঢাকা থেকে ময়মনসিংহ ২ জোড়া আন্তনগর ট্রেন চালু। ঢাকা ময়মনসিংহ ডুয়েলগেজ রেললাইন স্থাপন,বাসাবাড়িতে আবাসিক গ্যাস সংযোগ পুনরায় চালুসহ দশ দফা দাবিতে ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলন এর উদ্যোগে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে ১৭ জুন শনিবার সকাল সাড়ে ১০ টায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সভাপতিত্ব করেন জেলা নাগরিক আন্দোলন এর সভাপতি এডভোকেট খালেকুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন জেলা নাগরিক আন্দোলন এর সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম।
এছাড়া ও আরো বক্তব্য রাখেন রেলওয়ে প্রাতিষ্ঠানিক থানা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ মোজাম্মেল হক, এডভোকেট এমদাদুল হক মিল্লাত, শাহাবুদ্দিন,কাজী রানা, বিশিষ্ট ঠিকাদার মিজানুর রহমান লিটন,(স্বাশিপ)ময়মনসিংহ বিভাগীয় নেতা অধ্যাপক মোঃ আফতাব উদ্দিন, জাহাঙ্গীর আলম প্রমূখ নেতৃবৃন্দ।মানববন্ধনে শত শত নাগরিক অংশ গ্রহণ করেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন