ময়মনসিংহে শব্দ দুষণ প্রতিরোধ সচেতনামূলক প্রচারণা
ময়মনসিংহ পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও বিভিন্ন পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় শব্দ দুষণ প্রতিরোধে ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকায় সোমবার শব্দ দূষণ ক্যাম্পেইন অনুষ্টিত।
শব্দ সচেনতামূলক প্রচারণা এবং গুরুত্বপূর্ণ নীরব এলাকায়(চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে বিভাগীয় কমিশনারের কার্যালয় পর্যন্ত)প্রতিবাদ করা হয়।
এ সময় ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা(যুগ্ন সচিব) ইউসুফ আলী,স্থানীয় সরকার, ময়মনসিংহের পরিচালক (যুগ্ন সচিব) ফরিদ আহমদ,পরিবেশ অধিদপ্তর,ময়মনসিংহ বিভাগের পরিচালক (উপসচিব) দিলরুবা আহমেদ,উপ-পরিচালক(সিনিয়র সহকারী সচিব)আবদুল্লাহ আল মনসুর,জেলা কার্যালয়ের উপ-পরিচালক মেজ-বাবুল আলম সহ বিভাগ-জেলার অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা বৃন্দ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন