ময়মনসিংহে শিক্ষারমান উন্নয়নে মতবিনিয় সভা

ময়মনসিংহে শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় সভা আনন্দ মোহন কলেজের শিক্ষক মিলনায়তনে (৫ জুলাই) শনিবার সকাল ১০ টায় অনুষ্ঠিত হয়।শনিবার মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড.মুহাম্মদ আজাদ খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আমান উল্লাহ।বিশেষ অতিথি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের পরিচালক প্রফেসর একেএম আলিফ উল্লাহ আহসান। অন্যান্যদের মাঝে আনন্দ মোহন কলেজের উপাধ্যক্ষ মোঃ সাকির হোসেন।
মতবিনিময় সভায় ময়মনসিংহ অঞ্চলের ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আশরাফুল ইসলাম সহ বিভিন্ন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসারগণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















