ময়মনসিংহে হাত ধোয়া দিবসে বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত

ময়মনসিংহে”হাত ধোয়ার নায়ক হোন”এই শ্লোগান ধারণ করে বিশ্ব হাত ধোয়া দিবসে বিভাগীয় কমিশনারের কার্যালয়,জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক আয়োজিত বর্ণাঢ্য রেলী অনুষ্ঠিত হয়েছে।বুধবার বেলুন উড়িয়ে রেলীর উদ্ধোধন করেন বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।

র‍্যালী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে বের হয়ে জেলা প্রশাসকের সামনে এসে শেষ হয়।এসময় ময়মনসিংহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, যুব উন্নয়ন অধিদপ্তরের ময়মনসিংহ জেলার উপ-পরিচালক হারুন অর রশীদ।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ময়মনসিংহের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও নির্বাহী প্রকৌশলীসহ শিক্ষা প্রতিষ্ঠানের কোমল মতি শিক্ষার্থীরাও অংশ গ্রহণ করেন। র‍্যালী ও আলোচনা শেষে জেলা প্রশাসক মুফিদুল আলম এর উপস্থিতিতে কালেক্টরেট স্কুলে শিক্ষার্থীদের হাত ধোয়া প্রশিক্ষণ দেওয়া হয়।