ময়মনসিংহ অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার ভূমি অফিস পরিদর্শন কালে ফুলের তোরা দিয়ে বরন

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা ভূমি অফিস ও সদর ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন১৩ সেপ্টেম্বর বুধবার ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) তাহমিনা আক্তার(যুগ্ন সচিব)।

পরিদর্শনকালে তিনি সকল ইউনিয়ন ভূমি অফিস সিসি ক্যামেরার আওতাভূক্তকরন কার্যক্রমের উদ্বোধন করেন।এছাড়াও উপজেলা ভূমি অফিসের ছাদ বাগানে বৃক্ষরোপন সহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন।

উল্লেখ্য যে বিগত সময়ে যুগ্ম সচিব তাহমিনা আক্তার ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার হিসেবে নিষ্টার সাথে দায়িত্ব পালন করেছেন।তার ভবিষ্যত জীবন উন্নতি সফলতা কামনা করেন এ উপজেলার লোকজন। উল্লেখ্য যে তাহমিনা আক্তার ঈশ্বরগঞ্জে পদার্পন করায় ফুলের তোরা দিয়ে বরণ করে নেয় প্রশাসনে কর্মকর্তাগণ।

এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসা. হাফিজা জেসমিন ও সহকারী কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।