ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আসামী গ্রেফতার
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা অফিসার ইনচার্য মোঃ সফিকুল ইসলাম খান এর সার্বিক দিক-নির্দেশনায় গত ২৪ ঘন্টায় কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে আসামী গ্রেফতার করেন।
এসআই (নিঃ) মোজাম্মেল হোসেন সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মো নাজমুল হোসেন(২৬), সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক, পিতা- আব্দুর রশিদ, মাতা- নাজমা বেগম, সাং- চর নিলক্ষীয়া, থানা- কোতোয়ালি, জেলা- ময়মনসিংহকে অত্র থানাধীন চর নিলক্ষীয়া এলাকা হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) জাহিদুল হাসান সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার আসামী ১। মোঃ চাঁন মিয়া (৩২), পিতামৃত-বিল্লাল হোসেন, মাতা-ফাতেমা খাতুন, সাং-মালগুদাম স্টেশন রোড, ৩৮নং লেবার কলোনী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন স্টেশন এলাকা হইতে গ্রেফতার করেন এবং তাহার নিকট হইতে ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করেন।
এসআই (নিঃ) রিপন চন্দ্র সরকার সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ আহসান হাবীব প্রধান (২১), পিতা-আফাজ উদ্দিন প্রধান, মাতা-খোদেজা বেগম, সাং-চরপাড়া মাসকান্দা, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে অত্র থানাধীন চরপাড়া এলাকা হইতে গ্রেফতার করেন।
এএসআই (নিঃ) লাল মিয়া সঙ্গীয় ফোর্স থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ সুখ মিয়া (২০), পিতা-মুনছুর আলী, মাতা-মৃত লাভলী আক্তার, সাং-কাঁচিঝুলি, ২। শান্ত (২০), পিতা-মিজান, মাতা-পারুল, সাং-পচাপুকুর পাড়, ছায়াবানী সিনেমা হলের পিছনে, উভয় থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে অত্র থানাধীন জয়নুল আবেদীন পার্ক হইতে গ্রেফতার করেন।
এসআই (নিঃ) কুমোদলাল দাস, এএসআই (নিঃ) আয়েছ মিয়া, ফরহাদ উদ্দিন প্রত্যেকে থানা এলাকার পৃথক পৃথক অভিযান পরিচালনা করিয়া ০৩ টি পরোয়ানা তামিল করেন। পরোয়ানা ভূক্ত আসামীর নাম ঠিকানা- ১। রামকৃষ্ণ বসাক, পিতা-প্রহল্লাদ বসাক, স্থায়ী: (সাং-এবি গুহ রোড, আসাদ মার্কেট) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ ২। রামকৃষ্ণ বসাক, পিতা-প্রহল্লাদ বসাক, স্থায়ী-১: (সাং: বাড়ী নং- ৩, আমপট্টি) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা –ময়মনসিংহ ৩। রবি মিয়া (৩৫), পিতা-মৃতঃ আঃ রহিম, স্থায়ী : (কিসমত ) , উপজেলা/থানা- কোতোয়ালী মডেল, জেলা -ময়মনসিংহ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন