ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের প্রতিবাদী সোডাউন

ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুলের উদ্যোগে বিএনপি, ধর্ম-ব্যবসায়ী জামায়াত শিবিরের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে ময়মনসিংহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিশাল সোডাউন অনুষ্টিত হয়।
৬-নভেম্বর সোমবার টাউন হল প্রাঙ্গণে বিশাল জমায়েত হয়ে সকাল সাড়ে ১১ টায় প্রতিবাদী সোডাউন বের হয়। নেতৃবৃন্দ টাউন হল প্রাঙ্গণ থেকে শুরু হয়ে টাউন হল মোড়, কাচিঝুলি, পুলিশ লাইন, জেলখানা রোড, খাগডহর, বেগুনবাড়ি, বিদ্যাগঙ্জ বাজার, অষ্টধর, রহমতপুর বাইপাস, আকুয়া বাইপাস, ঢাকা বাইপাস, শিকারী কান্দ, বেলতলী হয়ে চুরখাই নাজিরাবাদ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ মোয়াজ্জেম হোসেন বাবুল, সহ-সভাপতি বীরমুক্তিযোদ্বা আলহাজ্ব মমতাজ উদ্দিন মন্তা, অধ্যক্ষ গোলাম সরওয়ার, এডভোকেট পীযুষ কান্তি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস,দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দীন ইসলাম ফখরুল, প্রচার সম্পাদক এডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম (ভিপি রাসেল)।
আইন বিষয়ক সম্পাদক এডভোকেট মফিজ উদ্দিন মন্ডল,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ড : সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপক দিলরুবা শারমিন, সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মফিজুন নুর খোকা, উপ-প্রচার সম্পাদক মিরন চৌধুরী,উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামীলীগের সম্মানিত সদস্য আলহাজ্ব আশরাফ হোসাইন।
বিকাশ সরকার,নুরজাহান মিতু,ময়মনসিংহ জেলা কৃষক লীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু,জেলা যুবলীগের সদস্য গোলাম মেহেদী হাসান,যুবলীগের নেতা রাশেদুজ্জামান রোমান,জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন



















