ময়মনসিংহ (দঃ) জেলা বিএনপির বিশাল সমাবেশ

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ও দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবীতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। আয়োজন করে ময়মনসিংহ (দঃ) জেলা বিএনপি। আয়োজিত দলীয় কার্যালয়ের সামনে বিশাল করা হয়।

বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস-চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। সভাপতিত্ব করেন ময়মনসিংহ (দঃ) জেলা বিএনপির আহবায়ক জাকির হোসেন বাবলু।সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব রোকনুজ্জামান রোকন।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির নেতা শরীফুল আলম, ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু ওহাব আকন্দ।

বক্তব্য রাখেন ময়মনসিংহ (উঃ) জেলা বিএনপির যগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, বিএনপি নেতা এডভোকেট আল ফাতাহ খান, ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি আবু সাঈদ জেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট রাজু সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।