ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মতবিনিময় সভা

ময়মনসিংহ সিটি করপোরেশনের আয়োজনে নগর মার্তৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মত বিনিময় অনুষ্ঠিত হয়।

(৩০ জুলাই) বুধবার অনুষ্টানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক ও বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।আলোচনায় অংশ গ্রহণ করেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী সুমনা আহমদ। সূচনা বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার এইচ কে দেবনাথ।

এসময় সিটি কর্পোরেশনের আঞ্চলিক প্রধান কর্মকর্তাবৃন্দ, মেডিকেল অফিসার,প্রজেক্ট ম্যানেজার মোঃ ইকবাল হোসেন, সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার সহ নগর মার্তৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্রের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।