ময়মনসিংহ-৩ আসনে জয়ী হয়েছেন নৌকার নিলুফার আনজুম পপি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/01/আওয়ার-নিউজ_20240113_191824_0000-900x450.png)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৪৮ ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি স্থগিত কেন্দ্রে পুণঃভোটসহ মোট ভোট ৫৪ হাজার ৪৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী সোমনাথ সাহা পেয়েছেন ৫২ হাজার ৫৬৬ ভোট।
শনিবার (১৩ জানুয়ারি) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ ভোট অনুষ্ঠিত হয়েছে।
নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়সূত্রে জানা গেছে, গত ৭ জানুয়ারি নির্বাচনে এ আসনের ৯২টি কেন্দ্রের মধ্যে ৯১টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করা হয়েছে। ব্যালট ছিনতাইয়ের ঘটনায় স্থগিত করা হয় উপজেলার ভালুকাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র। শনিবার (১৩ জানুয়ারি) এই কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে।
ভোট শেষে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মোশাররফ হোসেন জানান, এই কেন্দ্রের ৩ হাজার ৩২ ভোটের মধ্যে ১ হাজার ৬৭৭ ভোট কাস্টিং হয়। যার মধ্যে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এডভোকেট নিলুফার আনজুম পপি ভোট পেয়েছেন ১ হাজার ২৯৫ ভোট আর তাঁর নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী সোমনাথ সাহা ট্রাক প্রতীকে ভোট পেয়েছেন ৩৫৫।
এ আসনে অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৩৫১ ভোট, তৃণমূল বিএনপি মনোনীত সোনালী আঁশ প্রতীকের প্রার্থী মোঃ জামাল উদ্দিন পেয়েছেন ১৫৩ ভোট, এনপিপি মনোনীত আম প্রতীকের প্রার্থী মোঃ শফিউল ইসলাম পেয়েছেন ১১৮, স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের প্রার্থী নাজনীন আলম ২ হাজার ২৫০ ভোট, ফুলকপি প্রতীকের প্রার্থী মোঃ মোর্শেদুজ্জামান সেলিম ১০২ ভোট, কেটলি প্রতীকের প্রার্থী মোঃ শরীফ হাসান অনু ৯ হাজার ২৩০ ভোট, কাঁচি প্রতীকের।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন