ময়মসিংহের গৌরীপুর নতুন শাড়ি উপহার পেল তৃতীয় লিঙ্গের সদস্যরা

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ময়মসিংহের গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহার পক্ষ থেকে তৃতীয় লিঙ্গের নতুন শাড়ি উপহার দেয়া হয়েছে।

সোমনাথ সাহা আগামী সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৩ গৌরীপুর আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সোমনাথ সাহার ব্যবসায়িক প্রতিষ্ঠান আরএমজি এগ্রো ইন্টারন্যাশ এগ্রো র্কাযালয় আনুষ্ঠানিক ভাবে তৃতীয় লিঙ্গের সদস্যদের ভাবে নতুন শাড়ি উপহার দেয়া হয়।
সোমনাথ সাহার প্রতিনিধি হিসাবে তৃতীয় লিঙ্গের সদস্যদের হাতে শাড়ি তুলে দেন গৌরীপুর পৌরসভার কাউন্সিলর মাসুদ মিয়া রতন ও নুরল ইসলাম।

নতুন শাড়ি উপহার পেয়ে তৃতীয় লিঙ্গের সদস্যদের মাঝে হাসি ফুটে উঠে।

পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন বলেন, আওয়ামী লীগ নেতা সোমনাথ সাহা সবসময় স্থানীয় সকল উৎসব-পার্বণে সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেন। সেই ধারাবাহিকতায় আজকে তৃতীয় লিঙ্গের সদস্যদের নতুন শাড়ির উপহার দেয়া হয়েছে।