মরিচের ভেতরে ইয়াবা পাচারের দৃশ্য
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখকে ফাঁকি দিতে বিভিন্ন ফল বা সবজির ভেতরে করে ইয়াবাসহ মাদকদ্রব্য পাচারের দৃশ্য এখন আর নতুন কিছু নয়। কিন্তু ছোট্ট মরিচের ভেতরে করে যে এই মাদক পাচার হয়, তা কেউ স্বপ্নেও ভাবতে পারবে না।
সম্প্রতি অভিনব এই পদ্ধতিতে শুকনো মরিচের ভেতরে ১২ হাজার ইয়াবা ঢুকিয়ে পাচারকালে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। আটকরা হলেন- কবির আহম্মেদ (৫৫) ও রাশেদুল কবির (২২) । তারা সম্পর্কে পিতা-পুত্র। তাদের বাড়ি কক্সবাজারে।
তারা দীর্ঘদিন ধরে ঢাকা ও আশেপাশের বিভিন্ন এলাকায় ইয়াবাসহ মাদকের ব্যবসা করে আসছে বলে জানান ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মো. ইউসূফ আলী।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন