মরীচিকা || এইচ. এম নুর আলম

মরীচিকা
এইচ. এম নুর আলম


তারা বলে, আশা, সে তো মরীচিকা
মোরা বলি, আশা, সেতো বেঁচে থাকা।

তারা বলে, যেয়োনা কো ওপথ-পানে,
————ওপথে মৃত্যু ডেকে আনে।
মোরা বলি, এই জীবনের আছে মানে
————ওতো মুক্তি জাগায় প্রাণে।

মিথ্যা, ভ্রম ও পথ- তারা রেগে বলে,
হতাশায় ভরা ও পথে হাজার ছলে-।
মোরা বলি, অরুণ প্রাতের তরুণ দলে,
চলো ছুটে নবারুণ, যাহা আছে ভালে।

তারা বলে, বৃথা কেন যাও মেরু সন্ধানে?
বলি, হেথা যাওয়াটাই এ জীবনের মানে।
ওরা বলে, ও পথে জরা-মরা চির অভিশাপ
বলি, ওরে নবীন,তব নেই ভ্রান্তি -পরিতাপ।

ও পথ দীর্ঘ কাঁটায় ভরা, মুত্যু-জরা- বলে-
বলি, তাতে কি,হেথায়ও পূণ্য আত্মা চলে।

হতাশা বলে,ওতে নিরাশা, নিদাঘ পিয়াসা-
তাই বলে টলবোনা মোরা, বলে প্রত্যাশা।
মৃত্যু বলে, ও পথে কেউ আসেনাকো ফিরে
জীবন বলে, কুচ পরওয়া নেই,সজিব তারে।

আঁধার বলে, সে পথে চলা ভীষণ অন্ধকার,
বলে আলো, হোক আঁধার, তবু পারাবার।’
আলো, সে তো আলেয়া- বলে অন্ধকার,-
‘এখনি হবে দূর জুলুমাত’,আলো আবার।

গোধূলি বলে, আহা তমসা, আঁধার-কুয়াশা
প্রভাত বলে, কুচ পরওয়া নেই,ও ধোঁয়াশা!
এখনি উঠিবে প্রভাত রবি, জাগিবে ভালো-
ভাগিবে হতাশা, আঁধারে জরা, মৃত্যু-কালো।