মহাকাশে যাচ্ছে বাংলাদেশের প্রথম বস্তু
স্যাটেলাইট কেন, আজ অবধি বাংলাদেশের কোনো বস্তুই পাঠানো হয়নি মহাকাশে। তাই এই প্রথম বাংলাদেশে তৈরি কোনো যন্ত্র পাঠানো হচ্ছে মহাশূন্যে। এটি একটি বিশ্ববিদ্যালয়ের তৈরি ছোট্ট আকৃতির স্যাটেলাইট।
আগামী ২ জুন বাংলাদেশ সময় ভোর ৩টা ৫৫ মিনিটে এটি উৎক্ষেপন করা হবে মহাকাশে। যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে এই উৎক্ষেপন করা হবে।
মহাকাশে বাংলাদেশের পক্ষ হতে পাঠানো প্রথম এই বস্তুটি হচ্ছে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের তৈরি ন্যানো স্যাটেলাইট ‘ব্র্যাক অন্বেষা’। যুক্তরাষ্ট্রের কেনেডি মহাকাশ কেন্দ্র থেকে প্রায় ৩০০০+ বেশি ভরের পেলোড আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে উৎক্ষেপণ করা হবে।
নাসার CRS -১১ (Commercial Resupply Services ) মিশনে অন্যান্য বৈজ্ঞানিক যন্ত্রপাতি ও রেশন সামগ্রীর সাথে থাকবে এই ন্যানো স্যাটেলাইট ‘ব্র্যাক অন্বেষা’। সূত্র: মহাকাশের কথা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন