মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড পেলেন বাজুস সম্পাদক মনোরঞ্জন কর্মকার
“এসো এসো মৈত্রীর বন্ধনে বাঁধি প্রাণ” এই স্লোগানকে সামনে নিয়ে ভারত বাংলাদেশ মৈত্রী উৎসব অনুষ্ঠিত হয়েছে। ব্যবসা ও সামাজিক ক্ষেত্রে অবদানের জন্য মহাত্মা গান্ধী ইন্টারন্যাশনাল পিচ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশে জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস ) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার। ভারত বাংলাদেশ মৈত্রীর সোসাইটি ও এশিয়ান বিজনেস পার্টনারশিপ সামিট যৌথ আয়োজনে শুক্রবার রাতে ভারতের পশ্চিমবঙ্গের জোড়া সাঁকো ঠাকুর বাড়ি রথীন্দ্র মঞ্চে দুই বাংলার বরেণ্য শিল্পীদের সাংস্কৃতিক অনুষ্ঠানে এপার বাংলাদেশের বিভিন্ন জেলার শিল্পী, সাহিত্যিক ও ব্যবসায়ী ৪০ জন বরেণ্য ব্যক্তিকে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এ অনুষ্ঠানের প্রধান অতিথি ভারতের পশ্চিমবঙ্গের খাদ্য ও শিল্পমন্ত্রী অরুপ রায়ের হাত থেকে মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড গ্রহণ করেন বাংলাদেশের জুয়েলার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র পরিষদ, রাসবিহারী বিধানসভা কেন্দ্রের বিধায়ক দেবাশীষ কুমার, ভারত নলেজ সিটি চেয়ারম্যান আব্দুর রব, বিএমওএইচ হাসপাতালের প্রধান ডাঃ সুমন বকসি, বাংলা স্টেটসম্যান প্রতিকার সম্পাদক গোবিন্দ মুখার্জি, বিশিষ্ট সাংবাদিক ও লেখক নিশিথ সিংহ রায়, জাতীয় কবি নজরুল ইসলামের দৌহিত্রী নুপূর কাজী সহ দুই বাংলার গুণীজন বরেণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। মনোরঞ্জন কর্মকার শহরের খান মার্কেটে নিউ লক্ষ্মী নারায়ণ জুয়েলার্সের সত্বাধিকারী তিনি দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করে আসছে। সম্প্রতি তিনি জুয়েলারি শিল্পে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ- ভারত সম্প্রীতি উৎসব ২০২৪ দুই বাংলার গুণীজনদের সংবর্ধনা অনুষ্ঠানে বাংলাদেশ ভারত ফ্রেন্ডশিপ অ্যাওয়ার্ড পেয়েছে। তিনি বাংলাদেশে জুয়েলার্স এসোসিয়েশন সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন সুনামের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে।কাটিয়া (কর্মকার পাড়া ) সর্বজনীন পূজা মন্দিরের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সফলতার সাথে দায়িত্ব পালন করছে। তিনি সকলের কাছে সহযোগিতা ও আশীর্বাদ কামনা করেছেন।
ক্যাপশন : ভারতের পশ্চিমবঙ্গের খাদ্য ও শিল্পমন্ত্রী অরুপ রায়ের হাত থেকে মহাত্মা গান্ধী অ্যাওয়ার্ড গ্রহণ করেছেন (বাজুস ) সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকার।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন