মহানগর নাট্যমঞ্চে অনশনে বসেছে বিএনপি
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/11/bnp-20181101112429.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি দেয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার) মহানগর নাট্যমঞ্চে চলছে গণঅনশন কর্মসূচি।
বৃহস্পতিবার সকাল ১০টায় অনশন কর্মসূচি শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। আর এই কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর আশেপাশের এলাকা থেকে জড়ো হয়েছেন নেতাকর্মীরা।
অনশন কর্মসূচিতে অংশ নিতে রাজধানীর ও এর আশেপাশের এলাকা বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অনশনস্থলে জড়ো হচ্ছেন ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন