মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামী ঐক্য আন্দোলনের আলোচনা সভা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় ইসলামী ঐক্য আন্দোলনের নেতৃবৃন্দ বলেছেন, ২৬ মার্চ আমাদের দেশের মহান স্বাধীনতা দিবস। ১৯৭১ সালের এই দিনে দেশের সর্বস্তরের জনতা পাকিস্তানী শত্রুদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দীর্ঘ ৯ মাস যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। কিন্তু বড়ই দুঃখ ও পরিতাপের বিষয় হচ্ছে- স্বাধীনতার দীর্ঘ ৫০ বছর পার হয়ে গেলেও দেশের এবং দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হয়নি। মানুষের জান-মাল, ইজ্জত-আবরুর, ঈমান-আকিদা সুরক্ষিত হয়নি।সমাজ ও রাষ্ট্রের রন্দ্রে রন্দ্রে অপসংস্কৃতির সয়লাব, দুর্নীতি, খুন-খারাবি, ইসলাম-বিমুখতা প্রচন্ডভাবে বেড়েছে। নেতৃবৃন্দ আরও বলেন, নাগরিকদের মৌলিক অধিকার বলতে যা বুঝায় এখনো নিশ্চিত করা যায়নি। এর কারণ ইসলাম ও মুসলিম রাষ্ট্র ব্যবস্থার অনুপস্থিতি। একমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থাই পারে দেশ ও জনগণের স্বাধীনতার মৌলিক অধিকার নিশ্চিত করতে।
নেতৃবৃন্দ ২৬ শে মার্চ ২০২২ শনিবার বাদ আসর, ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ে মিলনায়তনে নগর আমীর জনাব মোস্তফা বশীরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় এ কথা বলেন। আলোচনায় অংশগ্রহণ করেন আন্দোলনের নায়েবে আমীর ড. মাওলানা মুহাম্মদ এনামুল হক আজাদ, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির সভাপতি মাওলানা কাজী আবু হোরায়রা, আন্দোলনের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মোস্তফা তারেকুল হাসান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কাজী আবু বকর সিদ্দিক, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মাওলানা এএমএম কামাল উদ্দিন, অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর সিদ্দিকসহ প্রমুখ।