মহারাষ্ট্রের ট্রেন ভুল সিগনালে চলে গেল মধ্যপ্রদেশে!
ভারতের দিল্লি থেকে রাজস্থানের কোটা হয়ে মহারাষ্ট্র যাওয়ার কথা। রাত শেষে সকালেই গন্তব্যে পৌঁছাবে ট্রেন।
রাতের খাবার সেরে নিজ নিজ আসনে নিশ্চিন্তেই ঘুমিয়ে পড়েছিলেন যাত্রীরা।
কিন্তু ঘুম ভাঙতেই দেখেন তারা মহারাষ্ট্রে নয়, পৌঁছেছেন মধ্যপ্রদেশে। জানা যায়, রেল কর্তৃপক্ষের ভুল সিগনালে ট্রেনটি ১৬০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে পৌঁছায় ভুল ঠিকানায়। মহাবীর পাতিল নামে এক যাত্রীর কথায়, ‘‘রাজস্থানের কোটা যাব বলে গত মঙ্গলবার রাত ১০ টায় ট্রেনে চেপেছিলাম। সকালে উঠে দেখি ট্রেন দাঁড়িয়ে আছে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের কাছে বানমোর স্টেশনে। রেল কর্তৃপক্ষের গাফিলতিতেই এমনটা হল। ’’
দিল্লিতে কৃষক আন্দোলনে যোগ দিতে যাওয়ার জন্য ২০০ জন নারীসহ প্রায় ১৫০০ জন কৃষকের জন্য মহারাষ্ট্রের কোলাপুর থেকে ট্রেনটি বুক করেছিল একটি কৃষক সংগঠন। ৩৯ লাখ টাকা ব্যয়ে পুরো ট্রেনটি বুক করা হয়েছিল। এক যাত্রীর কথায়, ‘চালককে জিজ্ঞাসা করে জানতে পারি মথুরা স্টেশনে ভুল সিগনালের কারণেই এমনটাই হয়েছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন