মহেশখালীতে দুই বিমানের সংঘর্ষ, এক পাইলট নিহত (ভিডিও)
কক্সবাজারের মহেশখালীতে দুটি প্রশিক্ষণ বিমান সংঘর্ষে বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় একজন পাইলটের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন কক্সবাজার এএসপি আফরুজুল হক।
মহেশখালী থানা থেকে প্রায় এক কিলোমিটার দূর এলাকায় বুধবার সন্ধ্যা ৬টা ৩৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। পৌরসভার পুটিবিলার সরওয়ার চেয়ারম্যানের বাড়ির পাশে বিমানটি বিধ্বস্ত হয়েছে।
বিমানটি বিধ্বস্তের পরপরই স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। সেখানে মহেশখালী ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়ে যাচ্ছে।
কক্সবাজার পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা যায়, বিধ্বস্ত বিমানটি বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
ওই সূত্র জানায়, বিমানটিতে পাইলট ছাড়া আর কেউ ছিল কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এতে স্থানীয় বাটা মাঝির বসতবাড়ির বেশীরভাগ অংশ ক্ষতিগ্রস্থ হলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে। এসময় বাড়িসহ বিমানটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থল পৌর এলাকার পুটিবিলায় এখনও বিধ্বস্ত হওয়া বিমানে আগুন জ্বলছে। আগুন যাতে এলাকায় ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।
স্থানীয়দের ধারণ করা ভিডিও :
Posted by Mahbub Rokan on Wednesday, December 27, 2017
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন