মাইক্রোর ধাক্কায় কাস্টমস কর্মকর্তার স্ত্রী নিহত, আহত স্বামী
কক্সবাজারের মেরিন ড্রাইভ সড়কের হিমছড়ি রোডে মাইক্রোবাসের ধাক্কায় জাতীয় রাজস্ব বোর্ডের সহকারী কমিশনার আহসান কবির সাগরের স্ত্রী শাম্মি খানম তানিয়া নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে শাম্মির স্বামীও গুরুতর আহত হয়েছেন। শাম্মি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। তার বাড়ি টাঙ্গাইল বলে জানা গেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কক্সবাজার থেকে হিমছড়ির দিকে যাওয়া একটি টমটমকে (ইজিবাইক) বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাস ধাক্কা দেয়।
এতে টমটমের যাত্রী আহসান কবির সাগর, তার স্ত্রী শাম্মি এবং চালক গুরুতর আহত হন।
তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসকরা শাম্মিকে মৃত ঘোষণা করেন।
হিমছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হক জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে যায়। তবে মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন