মাকে সদা মনে পড়ে || সৈয়দ ইসমাইল হোসেন
মাকে সদা মনে পড়ে
সৈয়দ ইসমাইল হোসেন
সবার চেয়ে দামী আমার
মায়ের মুখের হাসি,
তাই আমি প্রাণের অধিক
মাকে বেশি ভালোবাসি।
মা আমার নয়নের মণি
মা হলো গলার হার,
মায়ের চেয়ে আপন কেউ
দুনিয়ায় নাই আর।
আমায় ছাড়িয়া মা জননী
আছে তিনি বহুদুরে,
তার কথা মনে পড়লেই
মরি আমি জ্বলে পুড়ে।
মায়ের নাম জপ করিলে
বিপদেও শান্তি মিলে,
জান্নাত নছিবে মিলবেনা
মাকে কোনো কষ্ট দিলে।
এ ‘মা’ কথাটি একটি বর্ণে
অধিক চমৎকার,
মায়ের নামের মিষ্টি সুধা
তুলনা হয়না তার।
মায়ের স্নেহ ভালোবাসায়
দুনিয়াতে স্বর্গ মেলে,
হৃদয়ে ভীষণ শান্তি লাগে
স্নেহের পরশ পেলে।
মায়ের চরণতলে আমি
মনেপ্রাণে চাই ঠাই,
মায়ের চেয়ে বড় আপন
ত্রিভুবনে কেউ নাই।
জান্নাত মায়ের পদতলে
হাদীসে নবীজি বলে,
ইবাদত কবুল হবেনা
সে মায়ে অখুশি হলে।
আমার মায়ে গেছেন মরে
চোঁখে শুধু অশ্রু ঝরে,
সকাল সাঁঝে হৃদয় মাঝে
মাকে সদা মনে পড়ে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন