মাগুরায় ইয়োগা প্রশিক্ষণ কার্যক্রম শুরু
মাগুরা প্রতিনিধি: ‘সুস্থ্য দেহ, সুন্দর মন, যোগব্যায়ামে আগ্রহী হোন’ এই শ্লোগান নিয়ে মাগুরায় শুক্রবার থেকে শুরু হয়েছে ইয়োগা বা যোগব্যায়াম প্রশিক্ষণ কার্যক্রম।
মাগুরা জেলা বৈদিক কৃষ্টি পরিষদ শহরের নতুন বাজার কালিবাড়ি নাট মন্ডপে এ প্রশিক্ষণের আয়োজন করেছে। প্রতি শুক্র ও সোমবার সকাল ৬টা থেকে ২ঘন্টাব্যাপী এ প্রশিক্ষণ চলবে। প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন উত্তম কুমার বিশ্বাস। মাগুরা জেলা বৈদিক কৃষ্টি পরিষদের সভাপতি মুক্তিযোদ্ধা কবি পরেশ কান্তি সাহার আয়োজনে এ প্রশিক্ষণে প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন