মাগুরায় কলেজছাত্র হত্যা মামলার আসামীদের শাস্তির দাবিতে মাননবন্ধন
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/09/Magura-Manobbondon-pic-17.09.18.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরার মহম্মদপুরে চাঞ্চল্যকর কলেজ ছাত্র আব্বাস হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালি বাজারে সোমবার সকালে এ মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, রাজনীতিবিদসহ এলাকার সাধারণ মানুষ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বাবুখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন লিটন, নিহত আব্বাসের মা সালেহা বেগম, জেলা পরিষদের সদস্য আলি আহমেদ মিজু প্রমূখ। ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসুচি চলাকালে সরকারের কাছে মেধাবী ছাত্র আব্বাস হত্যা মামলার আসামীদের গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জানায় বক্তারা।
উল্লেখ্য, ২০১৭ সালের ১৬ই জুন শনিবার রাতে হরিনাডাঙ্গা গ্রামের মৃত. ওয়াজেদ মোল্যার ছেলে আব্বাসকে (৩৫) হত্যা করে পরিত্যাক্ত ইদারার ভেতর বস্তাবন্দি করে লাশ মাটি চাপা দিয়ে রাখে। এ ঘটনায় নিহতের মা সালেহা বেগম বাদী হয়ে ১২ জনের নামে ১৯ শে জুন মহম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।
মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ ওসি (তদন্ত) নুরুজ্জামান বিশ্বাস বলেন, মামলায় ৫ জনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, একজন আদালতে হাজির হয়ে জামিনে রয়েছে। মামলার প্রধান আসামি জুয়েল এখন পলাতক আছে। মামলার তদন্ত প্রক্রিয়া প্রায় শেষ পর্যায়ে, যে কোনো সময় আদালতে চার্জশিট প্রেরন করা হবে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন