মাগুরায় গর্ভবতী স্ত্রী ও কন্যাকে হত্যার দায়ে এক ব্যক্তির মৃত্যুদণ্ড
মাগুরা প্রতিনিধি : মাগুরায় গর্ভবতী স্ত্রী ও পাঁচ বছরের কন্যা সন্তানকে হত্যার দায়ে আমিরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার মাগুরা জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান এ আদেশ দেন। আমিরুল ইসলাম মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার চৌবাড়িয়া গ্রামের সোবহান মোল্লার পুত্র।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, পারিবারিক কলহের জের ধরে ২০১১ সালের ৫ জুন সন্ধ্যায় আমিরুল তার গর্ভবতী স্ত্রী কবিতা খাতুনকে মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করেন। এ ঘটনা তার ৫ বছরের মেয়ে জামিলা খাতুন দেখে ফেললে আমিরুল তাকেও গলা টিপে হত্যা করেন। পরে মৃতদেহ দুটি পাট ক্ষেতে মাটি চাপা দিয়ে তিনি পালিয়ে যান।
এ ঘটনার পর দিন কবিতার বাবা রকিব মোল্লা জামাই আমিরুল ইসলামকে একমাত্র আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার ৪ দিন পর ৯ জুন পুলিশ আমিরুল ইসলামকে গ্রেফতার করেন। পরদিন ১০ জুন আমিরুল ইসলাম আদালতে স্ত্রী ও কন্যা হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এ রায় দেন।
আসামি পক্ষের আইনজীবী আবুল কালাম আজাদ বলেন, ‘সাক্ষ্য প্রমাণে এ মামলায় আসামি দোষী প্রমাণিত হয়নি। শুধু স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে বিচারক এ রায় দিয়েছেন। এ আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবে আসামি পক্ষ।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন