মাগুরায় জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে ৮ জন আহত
মাগুরা প্রতিনিধি : মাগুরায় আজ রবিবার সকালে জমিজমা সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে সংঘর্ষে ৮ জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের যশোবন্তপুর গ্রামে।
আহতদের মধ্যে জাবের বিশ্বাস, জয় বিশ্বাস, হেমায়েত বিশ্বাস, মোসলেম বিশ্বাস, মনির বিশ্বাসকে এবং কামাল বিশ্বাস মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
হাসপাতালে চিকিৎসাধিন আহত একজন জানান, একই গ্রামে তার চাচাতো ভাইয়ের সাথে তার দীর্ঘদিন যাবৎ জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। নিজের অধিকার থাকা স্বত্বেও তার চাচাতো ভাই জোর করে তার জমি দখল করে রেখেছিল। সেই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে তার চাচাতো ভাইয়ের সমথকরা তার উপর চড়াও হয়। এসময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে তারা গুরতর আহত হয়।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন হয়েছে। তবে বিষয়ে নিয়ে থানায় কোন পক্ষই কোন অভিযোগ করেননি বলে জানান মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তরিকুল ইসলাম
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন