মাগুরায় জমে উঠেছে কাত্যয়নী মেলা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় জমে উঠেছে কাত্যয়নী পূজা উপলক্ষে ১৫ দিন ব্যাপি মেলা। দেশের বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীরা রকমারি পন্যের পসরা সাজিয়ে বসেছেন। সকাল থেকে মধ্য রাত পর্যন্ত চলছে বেচাকেনা। বিশেষ করে শীতের পোষাক, কাঠ ও স্টিলের রকমারি ফার্নিসার, বাচ্চাদের খেলনা, প্রসাধনী সমাগ্রীসহ নানা পন্যের সমাহার ঘটেছে এবারের মেলায়। মেলায় আসা ব্যবসায়ীরা জানান, কাত্যয়নী পূজা উপলক্ষে আয়োজিত মেলায় বেচাকেনা গত বছরের চেয়ে এ বছর বেশ ভালো। যেহেতু শীতের মৌসুম সেকারনে শীতের পেষাকের চাহিদা বেশি। এবারের মেলার বিশেষ আকর্শন রয়েছে ইঞ্জিন চালিত মিনি ট্রেন, ঝুলন্ত নৌকা, নাগরদোলা, মুখরোচক খাবার ইত্যাদি। মেলায় আসা সদর উপজেলার ভায়না গ্রামের গৃহবধু সালমা বেগম জানান, প্রায় ১১ বছর ধরে মেলায় আমি কিছু কেনাকাটার জন্য আসি।
এবারও শীতের কাপড়সহ বাচ্চাদের খেলনা কিনেছি। পন্যের ব্যাপক সমাহার থাকার কারণে আমার মত অনেকেই পছন্দের জিনিসপত্র কিনতে মেলায় ভিড় জমাচ্ছেন। মায়ের সাথে মেলায় আসা ছোট শিশু সায়েম মেলায় এসে খুব খুশি,বললেন,মায়ের সাথে এস খেলনা কিনেছি এছাড় নাগর দোলায় উঠেছি খুব ভাল লাগছে। এবারের মেলায় ঢাকা থেকে আসা কম্বল ব্যবসায়ী আব্দুল রহমান জানান, প্রতি বছর আমি মেলায় পন্য নিয়ে আসি। এ বছর বেচাকেনা ভালোই হচ্ছে। ক্রেতাদের ভিড় দিন দিন বাড়ছে। একই কথা জানান অন্যান্য ব্যববাসয়ীরা।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন