মাগুরায় তামাক নিয়ন্ত্রণে সেমিনার
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে সোমবার সেমিনার হয়েছে। জেলা সিভিল সার্জন অফিসের আয়োজনে সদর হাসপাতাল মিলনায়তনে তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করার বিষয়ে করণীয় শীর্ষক এই সেমিনারে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক খোন্দকার আজিম উদ্দিন।
বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুমার কুন্ডু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রুস্তম আলী, পুলিশ সুপার খান মুহাম্মদ রেজোয়ান, সিভিল সার্জন মুন্সী ছাদউল্লাহ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক পার্থ প্রতিম সাহা, সদর হাসপাতালের তত্ত¡াবধায়ক ডাক্তার সুশান্ত কুমার বিশ্বাস, ডাক্তার জয়ন্ত কুমার কুন্ডু।
সেমিনারে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা অংশ নেন ও তামাক নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সুপারিশ তুলে ধরেন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন