মাগুরায় দুর্বৃত্তের আগুনে পুড়ে মারা গেল কৃষকের ২টি গরু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/08/Magura-Pic-03.08.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা সদর উপজেলার ধন পাড়া গ্রামে বৃহস্পতিবার রাতে দুর্বৃত্তের আগুনে পুড়ে মারা গেল এক কৃষকের ২টি গরু।
ক্ষতিগ্রস্থ কৃষক,শাহ আলম জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে স্থানীয় বাজারে অবস্থানকালে গ্রামবাসির মাধ্যমে খবরে পাই বাড়িতে আগুন লেগেছে। বাড়িতে যেয়ে দেখতে পায় অজ্ঞাত দুর্বৃত্তের আগুনে গোয়াল ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গোয়ালে ঘরে থাকা ৫টি গরুর মধ্যে আগুনে ২টি গরু মারা গেছে। এছাড়া আগুনে আরো ৩টি গরু ও ২ টি ছাগলের শরীর ঝলসে গেছে।
তিনি আরো জানান, অভাবের সংসার চালাতে যখন হিমশিম খাচ্ছিলাম তখন এই গরুর দুধ বেচে কিছুটা উপকার আসছিল। এ ব্যাপারে মাগুরা সদর থানায় সাধারণ ডাইয়েরি করা হয়েছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন