মাগুরায় নাগরিক সেবায় উদ্ভাবন বিষয়ক প্রধান শিক্ষকদের কর্মশালা
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ‘নাগরিক সেবায় উদ্ভাবন’ বিষয়ক দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার মাগুরা আদর্শ বালিকা বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মশালায় জেলার ৩৫জন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংশ নেন।
কর্মশালায় অংশগ্রহণকারী শিক্ষকরা তাদের বিদ্যালয়ের শিক্ষার মান ও পরিবেশ উন্নয়নে সমস্যা, সম্ভবনা তুলে ধরে সমাধান কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের জ্ঞান আদান প্রদান করেন। কর্মশালা শেষে মাগুরার শিক্ষার মান উন্নয়ন করে নাগরিক সেবা নিশ্চিত করতে একটি লিখিত কৌশলপত্র প্রনয়ন করা হয়। সরকারের এটুআই কর্মসূচীর মাধ্যমে এ কর্মশালা সম্পন্ন হয়।
মাগুরা আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ শরিফুল ইসলামের সভাপতিত্বে কর্মশালার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট তানজিরা রহমান, সদর উপজেলা শিক্ষা অফিসার মালা রানী বিশ্বাস, সহকারি শিক্ষা অফিসার এসএম মাজেদুর রহমানসহ অন্যরা। কর্মশালার সমন্বয়কের দায়িত্ব পালন করেন মাগুরা আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান সেলিম।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন