মাগুরায় পুলিশের অভিযানে ৭ জুয়াড়ী আটক
মাগুরা প্রতিনিধি : মাগুরায় রবিবার জেলা পুলিশের গোয়েন্দা শাখার অভিযানে ৭ জুয়াড়ীকে আটক করেছে জেলা পুলিশ। জেলা পুলিশের গোয়েন্দা শাখার এসআই মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে ২২ সদস্যের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা শ্রীপুর উপজেলার গয়েশপুর ইউনিয়নের লাঙ্গলবাদ গরুর হাট এলাকায় অভিযান চালিয়ে বড় একটি জুয়ার আসর থেকে ০৭ জন জুয়ারীকে আটক করে। আটক জুয়াড়ীরা হচ্ছে, সাবু, আলম, কুদ্দুস, রাজীব, আজিজুল, জাহাঙ্গীর, আজিজ। এসময় জুয়ার আসর থেকে জুয়ার বাক্স, তাস, মেট্রেস এবং প্রায় ১০হাজার টাকা উদ্ধার করা হয়। এরা জেলার বিভিন্ন এলাকার থেকে এসে ওই স্থানে প্রতিনিয়ত জুয়ার আসর বসাত। এ বিষয়ে মাগুরা শ্রীপুর থানায় মামলা রুজু প্রক্রিয়াধীন।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন