মাগুরায় প্রতারক সন্দেহে যুবক আটোক ৬ মাসের কারাদন্ড
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/11/কারাদন্ড.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি: মাগুরায় মঙ্গলবার রাতে বাইসাইকেলে চড়ে সারাদেশ ঘুরে জলবায়ু পরিবর্তন বিষয়ে জনসচেতনতা সৃষ্টির কথা বলে প্রতারণা করে অর্থ সংগ্রহের অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। মাগুরায় ডিসি সাহেবের কক্ষথেকে ওই প্রাতারক যুবককে আটোক করা হয়।
আটক মোঃ জহিরুল ইসলাম গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার তিলছড়া গ্রামের শহিদুল ইসলামে ছেলে।
মাগুরার সড়ক জনপথ, গণপূর্ত, উপজেলা প্রসাসনসহ বিভিন্ন জায়গায় গিয়ে দপ্তর প্রধানদের প্রত্যায়ন গ্রহণ ও প্রতারণার মাধ্যমে অর্থ সংগ্রহ করছিলো। সর্বশেষ মঙ্গলবার সন্ধ্যার পর তিনি মাগুরা জেলা প্রশাসকের কাছে গিয়ে একইভাবে প্রতারণার মাধ্যমে প্রত্যায়ন ও অর্থ সংগ্রহ করতে যান। এ সময় জহিরুলের আচরণ সন্দেহজনক মনে হলে জেলা প্রশাসকের জিজ্ঞাসাবাদের মুখে তার প্রতারণার বিষয়টি বেরিয়ে আসে। পরে তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে দেখা যায় ইতিপূর্বে তিনি ২৫ জেলার জেলা প্রশাসকসহ ওই সব জেলার বিভিন্ন অফিস প্রধানদের প্রত্যায়ন গ্রহণ ও জলবায়ু পরিবর্তনের জন্য প্রচারণা চালানোর কথা বলে অর্থ সংগ্রহ করেছেন। এমনকি ভারতের পশ্চিমবঙ্গেও বিভিন্ন স্থানে গিয়ে তিনি এ কাজ করেছেন। মঙ্গলবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট খোরশেদ আলম চৌধুরী অভিযুক্ত যুবককে ৬ মাসের কারাদন্ড- দিয়েছে। তবে অভিযুক্ত যুবক নিজেকে নির্দোষ দাবী করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন