মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরায় আজ রবিবার দুুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা- পুত্রের মৃত্যু হয়েছে। মাগুরা জেলার শালিখা উপজেলার শতখালীতে এলাকার তানিয়া ব্রিকস এ দুরঘর্টনা ঘটে।
নিহতরা হচ্ছেন- খুলনার পাইকগাছা উপজেলার চাঁদখালী গ্রামের আব্দুর রশিদ (৫০) ও তার পুত্র হাসান আলী (২৫)। এছাড়া টিটুল (৩৫) নামে একজন গুরত্বর আহত হয়েছে।
শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম জানান, আঃ রশিদ ও তার পুত্র হাসান শালিখার শতখালী এলাকার তানিয়া ব্রিকস এ শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। রবিবার দুপুরে ইটভাটায় থাকা বাঁশ সরাতে গেলে তারা দুইজনই বিদ্যুতায়িত হন। আংকাজনক অবস্থায় তাদের মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। টিটুল নামে একজন শ্রমিক আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি আছে।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন