মাগুরায় বিশ্ব জনসংখ্যা দিবস পালন
মাগুরা প্রতিনিধি | পরিবার পরিকল্পনা : জনগণের ক্ষমতায়ন, জাতির উন্নয়ন’ এই শ্লোগান নিয়ে মাগুরায় মঙ্গলবার বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৭ পালন করা হয়েছে।
এ উপলক্ষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকালে আলোচনা সভায় অনুষ্টিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মাগুরার জেলা প্রশাসক মুহাম্মদ আতিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন মো: সাদ উল্লাহর, বিএমএ সাধারণ সম্পাদক ডা. জয়ন্ত কুমার কুন্ডু, পরিবার পরিকল্পনা মেডিকেল অফিসার ডা. শহিদুর রহমান, সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: দারুল আলমসহ অন্যরা। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক। এর আগে জনসংখ্যা দিবস উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে র্যালী বের হয়।
জেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা বিভাগ যৌথভাবে এ দিবসটি পালন করে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন