মাগুরায় বুদ্ধি প্রতিবন্ধী স্কুলে জেলা প্রশাসকের ফ্যান উপহার
![](https://ournewsbd.net/wp-content/uploads/2017/07/Magura-Autestic-School-Gift-Pic-900x450.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল মাগুরা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের জন্য ৩টি ফ্যান উপহার দিয়েছেন মাগুরা জেলা প্রশাসক মো: আতিকুর রহমান।
মাগুরার জেলা প্রশাসকের কার্যালয়ের এনডিসি পরিমল সরকার বৃহস্পতিবার দুপুরে শহরের বাঁশতলায় প্রতিষ্ঠানটির কার্যালয়ে গিয়ে ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দের উপস্থিতিতে এ উপহার সামগ্রী বিতরণ করেন। গত বুধবার জেলা প্রশাসক এ প্রতিষ্ঠানটি পরিদর্শন করে প্রতিবন্ধী শিশুদের উন্নয়নে ভূমিকা রাখার জন্য এখানকার শিক্ষক, পরিচালকমন্ডলীসহ সকলের উচ্ছসিত প্রশংসা করেন। এ সময় তিনি স্কুলটির সার্বিক উন্নয়নের জন্য ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। এর মাত্র একদিন পরই তিনি ছাত্রছাত্রীদের সুবিধার জন্য ৩টি ফ্যান উপহার পাঠালেন। এ সময় তাকে ধন্যবাদ জানান বিশেষায়িত এ স্কুলটির কর্তৃপক্ষ।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন