মাগুরায় মটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধের মৃতু

মাগুরা প্রতিনিধি : মাগুরায় আজ শুক্রবার বিকালে মটরসাইকেলের ধাক্কায় সালামত শেখ (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। নিহত সালামত শেখ মাগুরা শ্রীপুর উপজেলার ছাবিনগর গ্রামের মৃত লতিফ শেখ এর ছেলে বলে জানা গেছে।
নিহতের আত্মীয় জানায়, বিকালে সালামত স্থানীয় রাস্তা দিয়ে চলার সময় একটি বেপরয়া মটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত সালামত শেখকে বিকাল সাড়ে ৫টায় মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধায় তার মুতৃ হয়।

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন