মাগুরায় মহম্মদপুর উপজেলা সদর ইউপির উপ-নির্বাচনে নৌকা বিজয়ী
মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার মহম্মদপুর উপজেলা সদর ইউনিয়নের উপ নির্বাচনে নৌকা প্রতিক বিজয়ী হয়েছে। আওয়ামীলীগ দলীয় চেয়ারম্যান প্রার্থী রাবেয়া বেগম নৌকা প্রতিকে ৫২৮২ ভোট পেয়েছেন। তার নিকটতম আওয়ামীলীগের বিদ্রহী প্রার্থী ইকবাল আখতার উজ্জল ৪২৮৯ ভোট পেয়েছে।
সকাল থেকে শান্তিপূর্ণ পরিবেশে মাগুরা মহম্মদপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ভোট গ্রহন হয়। চেয়ারম্যান পদের এ নির্বাচনে আওয়ামীলীগ ও বিএনপি দলীয় প্রার্থী ছাড়াও উভয় দলের বিদ্রোহী এবং স্বতন্ত্রসহ মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেছেন।
মহম্মদপুর উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার আবু দাউদ জানান, ২৫ টি গ্রাম নিয়ে গঠিত মহম্মদপুর সদর ইউনিয়ন।
বর্তমান ভোটার সংখ্যা ২১ হাজার ২৪৯ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১০ হাজার ৫৫৮ এবং নারী ভোটার ১০ হাজার ৬৯১ জন। ৯টি ভোট কেন্দ্রে বুথের সংখ্যা ৫৩ টি। এসব কেন্দ্র ও বুথে ৯ জন প্রিজাইডিং, ৫৩ জন সহকারি প্রিজাইডিং এবং ১০৬ জন পোলিং অফিসার ভোট গ্রহণের কাজে দায়িত্ব পালন করবেন।
শান্তিপূর্ণভাবে ভোট গ্রহনের জন্য কেন্দ্রগুলোতে কঠোর নিরাপত্তা ব্যাবস্থা গ্রহন করা হয়েছে।
২০১৭ সালের ২১ নভেম্বর এ ইউনিয়নের চেয়ারম্যান আবুল হোসেনর মৃত্যুতে এ উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন