মাগুরায় মাটির স্বাস্থ্য সুরক্ষায় সবুজ সার হিসেবে ধৈঞ্চা জনপ্রিয়করণ মাঠ দিবস
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি ॥ মাটির স্বাস্থ্য সুরক্ষায় সবুজ সার হিসেবে ধৈঞ্চা জনপ্রিয়করণ প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে গতকাল মাগুরা সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে। মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, উপজেলা কৃষি অফিস গতকাল সোমবার বিকালে এ মাঠ দিবসের আয়োজন করে।
কৃষক আরিফ আহম্মেদের সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহোল আমিন, কৃষি প্রকৌশলী জয়দেব সাহা ও স্থানীয় কৃষি উপ-সহকারী কবির হোসেন প্রমুখ। এর আগে সবুজ সার হিসেবে ফসলী জমিতে ধৈঞ্চে গাছের মাঠ পরিদর্শন করেন।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন