মাগুরায় মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা কার্যক্রম শুরু
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বুধবার হাইপার লিংক টেকনোলজির সহযোগিতায় সদরের ছোটফালিয়া মাধ্যমিক বিদ্যালয়ে ডিজিটাল হাজিরা কার্যক্রম শুরু হয়েছে।
এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাগুরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আক্তারুন্নাহার। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মিজানুর রহমান, সহ-প্রধান শিক্ষক মোছা:হেলেনা পারভীন, সিনিয়র শিক্ষক মকিদুল ইসলাম, তৈয়ুবুর রহমান, হাইপার লিংকের পরিচালক মো: সোহাগ হাসান , এডমিন ম্যানেজার মো: তরিকুল ইসলাম।
এখন থেকে এ বিদ্যালয়ের ৪ শতাধিক শিক্ষার্থী ও ১২ শিক্ষক প্রতিদিন ডিজিটাল হাজিরার মাধ্যমে তাদের হাজিরা প্রদান করবেন। ইতিমধ্যে এ বিদ্যালয়ে ১২ টি শ্রেণিকক্ষে সিসি ক্যামেরা ও ১ টি মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষে শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।
উল্লেখ্য, হাইপার লিংক টেকনোলজি একটি আইসিটি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। তারা ঢাকা, চট্রগ্রাম, খুলনা, মাগুরাসহ বিভিন্ন জেলায় সাফল্যের সাথে আইসিটি কার্যক্রম পরিচালনা করে আসছে। মাগুরার আড়পাড়া মডেল প্রাথমিক বিদ্যালয়, মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাইপার লিংক টেকনোলজি ডিজিটাল হাজিরা কার্যক্রমের সাফল্যের সাথে বাস্তবায়ন করেছে।
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন