মাগুরায় মৌসুমি সাংস্কৃতিক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত
![](https://ournewsbd.net/wp-content/uploads/2018/09/Magura-Child-Cultural-Program-Pic-02.jpg)
![](https://ournewsbd.net/wp-content/uploads/2025/02/475351977_1256003665483861_2959209934144112011_n.jpg)
মাগুরা প্রতিনিধি : মাগুরায় শনিবার দুপুরে জেলা শিশু একাডেমীর আয়োজনে জেলা পর্যায়ে মৌসুমী প্রতিযোগীতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে প্রতিযোগিতায় দলীয় লোকনৃত্য, দেশাত্মবোধক জারি গান, উপস্থিত বক্তৃতা, উপস্থিত অভিনয় ও দেয়ালিকা বিষয়ে ৪ উপজেলার বাছাইকৃত ৮০ জন শিশু শিল্পী অংশ গ্রহণ করে।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহমদ আল হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসক আতিকুর রহমান প্রতিযোগিতার উদ্বোধন করেন।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার কুমারেশ চন্দ্র গাছি ও সহযোগি অধ্যাপক দেলোয়ার হোসেন খানসহ অন্যরা।
![](https://ournewsbd.net/wp-content/uploads/2024/12/469719549_122234398946008134_2936380767280646127_n.jpg)
এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উপরে ক্লিক করে আমাদের ফেসবুক ফ্যান পেইজে লাইক দিয়ে সংযুক্ত থাকুন। সংবাদটি সম্পর্কে মন্তব্য করতে হলে এই পেইজের নীচে মন্তব্য করার জন্য ঘর পাবেন